ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সাঘাটায় জমি নিয়ে বিরোধে ফলজ গাছ কর্তন

ইয়ামিন হাসান, সাঘাটা

ইয়ামিন হাসান, সাঘাটা

এপ্রিল ৩, ২০২৫, ১১:২৬ এএম

সাঘাটায় জমি নিয়ে বিরোধে ফলজ গাছ কর্তন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ির সামনে রোপিত ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভরতখালী ইউনিয়নের সাকোয়া এলাকার বাসিন্দা গনেশ চন্দ্র (৪০) সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে গত ২ এপ্রিল (বুধবার) দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বাড়ির সামনে রোপিত বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে। এতে আনুমানিক ১৫,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন- মো. আব্দুল হক (৫০), মো. মাসুদ মিয়া (৩৫), মো. মুসা মিয়া (২২), মোছা. ইয়াছমিন খাতুন (২৪) ও মোছা. রিনা খাতুন (৩২)।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছগুলো কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আবু সাদাত সরকার বলেন, এলাকার হতদরিদ্র মানুষ সরকারি খাস জায়গায় গাছ রোপণ করেছিল, যা কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সবুজ মিয়া নামের এক বাসিন্দা জানান, এসব গাছের ফল এলাকার গরিব মানুষজন খেত এবং প্রয়োজনে বিক্রিও করত।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সাঘাটা থানা সূত্রে অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইএইচ

Link copied!