ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

গাজীপুরে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৫, ১০:৩৫ পিএম

গাজীপুরে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে এক অটোরিকশা চালকের কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান মাসুম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. কাওছার (১৮) টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কাওছার তার বন্ধুসহ অটোরিকশায় করে বেক্সিমকো সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মাসুম ও তার সহযোগী নাঈমসহ আরও ৩-৪ জন তাদের পথরোধ করে গালিগালাজ করে এবং চেরাগ আলী এলাকায় নিয়ে যায়। সেখানে কাওছার ও তার বন্ধুকে মারধর করে তারা এবং ৫,০০০ টাকা চাঁদা দাবি করে। পরে কাওসারের বাবার কাছ থেকে এক হাজার টাকা আদায় করে তারা এবং পরদিন সন্ধ্যার মধ্যে বাকি ৪,০০০ টাকা দিতে বলেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী কাওছার বলেন, “আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। শুধুমাত্র গান বাজানোর অপরাধে আমাকে ছিনতাইকারী অপবাদ দিয়ে মাসুম ও তার দলবল তুলে নিয়ে মারধর করে এবং টাকা দাবি করে। পরে তারা আমার বাবার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

এদিকে, মশিউর রহমান মাসুমের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক অপপ্রচারের অভিযোগও রয়েছে। সেলিম কাজল নামে এক ব্যক্তি থানায় দায়ের করা আরেক অভিযোগে উল্লেখ করেছেন, মাসুম তার ফেসবুক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে মানহানির শিকার করেছেন।

সেলিম কাজল বলেন, “মাসুম দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে। আমি চাই, আইনশৃঙ্খলা বাহিনী তার অপকর্মের যথাযথ ব্যবস্থা নিক।”

তিনি আরও বলেন, “তার এসব কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো প্রতিকার পাইনি। তাই প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে অভিযুক্ত মাসুম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি রাজনীতি করি, পাশাপাশি সাংবাদিকতাও করি। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।”

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ

Link copied!