ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

শাহজাদপুরে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৫, ০১:৩৬ পিএম

শাহজাদপুরে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার  দিবাগত রাত ৪টার দিকে শাহজাদপুর পৌর সদরের চালা শাহজাদপুর মহল্লার "ডোল ভিটা মিলন সংঘ" মন্দিরে গিয়ে তারা প্রতিমা ভাঙচুর করে চলে যায়।

এতে মন্দিরে থাকা গণেশ, লক্ষী, সরস্বতীসহ মোট ৬টি প্রতিমা ভাঙচুর করা হয়।

শনিবার ভোরে মন্দিরের পাশের বাড়ির লোকজন ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ খবর ছড়িয়ে পড়লে শতশত সনাতন ধর্মাবলম্বী ক্ষতিগ্রস্ত মন্দিরে গিয়ে জড় হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী এবং শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাণী সাহা এবং সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানান, "এটি একটি ঐতিহ্যবাহী মন্দির, যেখানে যুগ যুগ ধরে পূজা অর্চনা হয়ে আসছে। এখানে কখনও হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। এই মহল্লার হিন্দু ও মুসলিম সম্প্রদায় সকলেই আন্তরিক সহযোগিতায় পূজা উদযাপন করে আসছে। কিন্তু আজ হঠাৎ রাতের অন্ধকারে কেউ এসে প্রতিমা ভাঙচুর করে চলে গেছে।" এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ দুষ্কৃতকারীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

বিষয়টি নিয়ে এএসপি (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শতশত মানুষ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং তারা চরম উদ্বেগও প্রকাশ করেছেন।

ইএইচ

Link copied!