Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৫, ১২:৫৩ পিএম


আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শান্ত (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার রাতে উপজেলার নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। শান্ত ওই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে শান্ত নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে।

ইএইচ

Link copied!