Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

চট্টগ্রামে হকারদের শৃঙ্খলায় ফেরালেন মেয়র

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

এপ্রিল ২১, ২০২৫, ০৫:৫৮ পিএম


চট্টগ্রামে হকারদের শৃঙ্খলায় ফেরালেন মেয়র

নগরীর ফুটপাত হকারদের শৃঙ্খলায় ফিরালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক)মেয়র ডা:শাহাদাত হোসেন।বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত তারা বসতে পারবে বলে জানিয়ে দিয়েছেন মেয়র।

সোমবার নগরীর নিউ মার্কেট ও আশপাশের এলাকার ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, হকার পুনর্বাসন প্রক্রিয়া পরিদর্শন শেষে তিনি বলেন,“ হকাররা সকাল বেলা ফুটপাতে বসতে পরবে না। বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত তারা বসতে পারবে।

“ধাপে ধাপে এটা আরও গোছানো হবে। ভবিষ্যতে এটাকে ‘ইভিনিং মার্কেট’ হিসেবে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।কোনো জোর-জবরদস্তি করে নয়, হকারদের বোঝানোর মাধ্যমেই উচ্ছেদ কার্যক্রম সফল করা সম্ভব।

মেয়র বলেন, হকার পুনর্বাসনের জন্য দুটি নির্দিষ্ট জায়গা বিবেচনায় রয়েছে। প্রথমটি হলো জহুর হকার্স মার্কেটের জায়গায় একটি বহুতল মার্কেট নির্মাণ করা। দ্বিতীয়টি হচ্ছে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা।

শাহাদাত হোসেন বলেন, “আমরা চট্টগ্রাম শহরের সবচেয়ে যানজটপূর্ণ এবং জনসমাগমে ব্যস্ত এলাকাগুলোকে চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম শুরু করেছি। এরই ধারাবাহিকতায় প্রথমে নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেটসহ আশপাশের অঞ্চলগুলোকে রাখা হয়েছে।

“এখানে প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষ কেনাকাটা করতে আসেন, যার ফলে যানজট লেগেই থাকে। এর আগেও আমরা চকবাজার এলাকায় রাস্তা দখল করে বাজার বসানো দোকানদারদের পুনর্বাসন করেছি এবং এলাকা দখলমুক্ত করেছি। পরবর্তী লক্ষ্য মেডিকেল কলেজ এলাকা।”

মেয়র বলেন, “কোনো জোর জবরদস্তি করে নয়, হকারদের বোঝানোর মাধ্যমেই উচ্ছেদ কার্যক্রম সফল করা সম্ভব। কাউকে মারধর করে, বারবার চাপ দিয়ে কোনো কাজ স্থায়ী হয় না। সব পক্ষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে, নগরীর যানজট নিরাসনে হকার ব্যবস্থাপনা জরুরি।

আরএস

Link copied!