ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বাঞ্ছারামপুরে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: শাস্তির দাবিতে বিক্ষোভ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৫, ০৮:০৫ পিএম

বাঞ্ছারামপুরে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: শাস্তির দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার তেজখালী ইউনিয়নের ভোলা মার্কেট থেকে শুরু হয়ে জয়কালিপুর হয়ে আবার ভোলা মার্কেটে ফিরে প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মসূচিতে শিক্ষার্থী, নারী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে সোচ্চার হন।

এ বিষয়ে ওই শিশুর মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানান, গত(১৪ এপ্রিল)  দুপুরে দিকে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম (২২) তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে ধর্ষক তামিম ওই শিশুকে পাশবিক নির্যাতন চালায় । পরে তামিমের বিল্ডিং এর চিপাগলিতে চিৎকার শুনতে পয়ে তার পরিবারের লোকজন দৌড়ে গেলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতাল নিয়ে গেলে  কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার্ড করে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে। তারা দাবি করেন, সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

দশম শ্রেণীর শিক্ষার্থীর সোহা মনি বলেন, আমাদের এলাকার একটি শিশু নারকীয় ধর্ষণের শিকার হয়েছেন, এটি একজন মেয়ে হিসেবে আমাদের জন্য শুধু লজ্জার নয় বরং ভীতিকর। আমাদের মনে প্রশ্ন জাগে আমরা কি নিরাপদ? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এমন নৃশংস ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে।

স্থানীয় শিক্ষার্থী তৃষা মনি বলেন,  আমাদের এই স্বাধীন বাংলাদেশে যেখানে পাঁচ বছরের শিশুকে দিতে পারে না সেখানে এর কি হবে। আজ সে ধর্ষিত কাল আমি অথবা আমার মা ও ধর্ষিত হতে পারে অথবা আমার বোনও হতে পারে এই স্বাধীন বাংলাদেশে আমাদের কি স্বাধীনতা।  সরকারের কাছে একটাই দাবি আমাদের নারীদের নিরাপত্তা দেয়া হোক।

এনা হক বলেন, নারী মায়ের জাত আমাদের বোনকে যে ধর্ষক করে ধর্ষণ করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  তাকে আইনের আওতায় এনে বৈষম্য বিরোধী সমাজের মধ্যে আমরা কোন ধর্ষককে দেখতে চাই না। ধর্ষককে দ্রুত আমরা আইনের আওতায় দেখতে চাই এবং তার কঠোর মূলক শাস্তি ও ফাঁসির দাবি করছি।

ভুক্তভোগীর নানা আক্তার হোসেন বলেন, আমার নাতিনকে খেলাধুলার কথা বলে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে তামিম।  আমরা এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।  আমরা চাই তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির রায় কার্যকর করুন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, “অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

আরএস

Link copied!