Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫,

অপহরণের ছয় মাস পর খুলনা থেকে শিশু সোয়াইব উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৫, ০৬:০৫ পিএম


অপহরণের ছয় মাস পর খুলনা থেকে শিশু সোয়াইব উদ্ধার

অপহরণের ছয় মাস পর খুলনার রূপসা ফেরিঘাট এলাকা থেকে পাবনার শিশু সোয়াইব হোসেনকে (৬) উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীর হাতে ভয়ংকর নির্যাতনের শিকার হয়ে প্রায় প্রতিবন্ধী হয়ে উঠেছে শিশুটি।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ২ অক্টোবর পাবনার শানির দিয়ার এলাকার রফিকুল ইসলাম বিপ্লব (৩০) ‘বিস্কুট কিনে দেওয়ার’ প্রলোভনে সোয়াইবকে অপহরণ করে। এরপর ছেলেটিকে নিয়ে খুলনায় গিয়ে শুরু হয় নিপীড়ন ও ভিক্ষা করানো।

শিশুটির মা সোহানা জাহান জানান, অপহরণের কয়েকদিন পর বিপ্লব ফোনে অপহরণের কথা স্বীকার করে। এরপর থেকে ফোন বন্ধ। তিনি পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে পুলিশ ১৮ এপ্রিল খুলনার রূপসা ফেরিঘাট এলাকা থেকে সোয়াইবকে উদ্ধার করে এবং বিপ্লবকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

উদ্ধারের পর শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ২৬ নম্বর বেডে ভর্তি করা হয়। তার শরীরে রয়েছে সিগারেট ও কয়েলের ছ্যাঁকা, দাঁতের কামড়ে ক্ষত, এমনকি একটি হাতের নখও প্লাস দিয়ে তুলে ফেলা হয়েছে।

ভুক্তভোগী সোয়াইব জানায়, দিনভর তাকে দিয়ে ভিক্ষা করানো হতো, রাতে তালাবদ্ধ ঘরে আটকে রাখা হতো। প্রায় না খাইয়ে নির্যাতন করতেন অপহরণকারী বিপ্লব।

পাবনা সদর থানার ওসি (তদন্ত) এ এস এম মনিরুজ্জামান বলেন, ‘এই নির্মম ঘটনা আমাদের স্তব্ধ করে দিয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব।’

শিশুটির মা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার সন্তানকে কঙ্কাল বানিয়ে দিয়েছে। আমি চাই তার ফাঁসি হোক।’

বিআরইউ

Link copied!