ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

গোয়ালন্দে যমুনা নদী থেকে মালয়েশিয়া প্রবাসী যুবকের লাশ উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৫, ০৭:০১ পিএম

গোয়ালন্দে যমুনা নদী থেকে মালয়েশিয়া প্রবাসী যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাখালগাছি এলাকায় যমুনা নদী থেকে আল-আমিন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

নিহত আল-আমিন পাবনা জেলার আমিনপুর থানার রামনারায়নপুর গ্রামের আবু বক্কারের ছেলে। তিনি দীর্ঘ ৭ বছর মালয়েশিয়ায় ছিলেন এবং কয়েক মাস আগে দেশে ফিরে আসেন বিয়ের উদ্দেশ্যে।

শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আল-আমিন তার মামা লিটন ও বোন আকলিমার সঙ্গে ঢালারচর গ্রামে খৈয়মের মেয়েকে দেখতে যান। দুপুরের খাবার শেষে তিনি ফুফাতো ভগ্নিপতি মেগা সরদারের (ঘটক) সঙ্গে মোটরসাইকেলে করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি বাজারে যান।

পূর্ব শত্রুতার জেরে শাহ আলী, রবিউল, ঠান্ডু, জুয়েল ফকির, সেলিমসহ ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে রাখালগাছি বাজারের রাস্তার মাথায় আল-আমিনের পথরোধ করে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নদীর পাড়ে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে আল-আমিন নদীতে ঝাঁপ দিলেও অভিযুক্তরা তাকে সাঁতরে উঠতে বাধা দেয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে এলে আসামিরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। ফলে আল-আমিন নদীতে ডুবে নিখোঁজ হন।

পরে আমিনপুর থানা ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং কাজিরহাট নৌ পুলিশ স্পিডবোট ও ডুবুরি নিয়ে উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে স্থানীয় লোকজন নদীতে বড়শি ফেলে টান দিলে মৃতদেহ ভেসে ওঠে।

পরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম ও এসআই সেলিম মোল্লা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। লাশের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।"

ইএইচ

Link copied!