বেলাল হোসেন মিলন, বরগুনা
এপ্রিল ৩০, ২০২৫, ০৩:১৩ পিএম
বেলাল হোসেন মিলন, বরগুনা
এপ্রিল ৩০, ২০২৫, ০৩:১৩ পিএম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যুতে শোকাহত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বরগুনা পৌরসভার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
মেয়ের জানাজা শেষে তিনি বলেন, “বরগুনা পৌরসভা আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে টাকা নেওয়া ছাড়া এখানে কোনো সেবাই পাওয়া যায় না। দেশের কোথাও এত ডেঙ্গুর প্রকোপ নেই, যতটা বরগুনায়। আমি বারবার পৌর প্রশাসককে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি। পরশুদিনই একজন স্কুল প্রধান শিক্ষিকা ডেঙ্গুতে মারা গেলেন। আজ আমার মেয়েও চলে গেল। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—আর কোনো বাবাকে যেন সন্তানের মৃত্যু দেখতে না হয়। যদি সেবা দিতে না পারে, তাহলে এমন প্রতিষ্ঠান আমাদের দরকার নেই—আমরা তা বন্ধ করে দেব।”
উল্লেখ্য, নজরুল ইসলাম মোল্লার কনিষ্ঠ কন্যা উপমা চলতি মাসের শুরুতে ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে তাকে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। টানা দুই সপ্তাহ আইসিইউ ও ভেন্টিলেশনে রাখার পর মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার সকাল ১০টায় বরগুনা সার্কিট হাউজ মাঠে উপমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা জনসমুদ্রে রূপ নেয়। পরে সকাল ১১টায় কাঠালতলী স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
এ বিষয়ে বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছর এ পর্যন্ত ১৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে।
ইএইচ