নরসিংদী প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৫, ০৭:৩১ পিএম
নরসিংদী প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৫, ০৭:৩১ পিএম
নরসিংদী জেলা কারাগারে রুকন মিয়া (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রুকন মিয়া নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, রুকন মিয়া যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রুবেল জানান, রুকন শারীরিকভাবে সুস্থ ছিলেন, শুধুমাত্র ডায়াবেটিসের সমস্যা ছিল। তিনি অভিযোগ করে বলেন, রুকনের অসুস্থতার খবর পরিবারের কাউকে জানানো হয়নি। পরদিন বুধবার সকালে বিভিন্ন মাধ্যমে তারা মৃত্যুর খবর জানতে পারেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদঘাটনের দাবি জানান।
জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, রুকন মিয়া কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার অবস্থার অবনতি হলে দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সময় রুকনের স্বজনরা উত্তেজিত হয়ে পুলিশের কাছ থেকে কিছু কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, রাত সাড়ে ৮টার পর কারাগার থেকে রুকন মিয়াকে হাসপাতালে আনা হয় এবং জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় গ্রহণ করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ইএইচ