ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

বিধ্বস্ত বিমানের বেঁচে ফেরা যাত্রী রমেশ কী বললেন?

আন্তর্জাতিক ডেস্ক  

আন্তর্জাতিক ডেস্ক  

জুন ১২, ২০২৫, ১১:১৭ পিএম

বিধ্বস্ত বিমানের বেঁচে ফেরা যাত্রী রমেশ কী বললেন?

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়ে ২৪২ আরোহীর সবাই নিহত হওয়ার খবরের মধ্যেই অলৌকিকভাবে এক ব্রিটিশ যাত্রীকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

আহমেদাবাদ পুলিশের কমিশনার জি.এস. মালিক দেশটির বার্তা সংস্থা এএনআইকে জানান, ১১-এ নম্বর আসনের যাত্রী ব্রিটিশ-ভারতীয় নাগরিক বিশ্বাস কুমার রমেশ জীবিত আছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যে যাত্রী তালিকা প্রকাশ করেছে, তাতে বিশ্বাস কুমার রমেশের নাম রয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, হাসপাতাল থেকে রমেশ নিজেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং বোর্ডিং পাস দেখিয়েছেন, যেখানে তার নাম ও আসন নম্বর (১১-এ) স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার পরিহিত রমেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। জানা গেছে, তিনি পায়ে আঘাত পেয়েছেন।

বিশ্বাস কুমার রমেশ সম্প্রতি গুজরাট সফর শেষে যুক্তরাজ্যে ফিরছিলেন। তার ভাইও একই বিমানে ছিলেন, তবে দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন রমেশ।

তিনি বলেন, “আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আকাশে ওঠার ৩০ সেকেন্ডের মধ্যেই বিকট শব্দ হয়। এরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়।”

বিমান বিধ্বস্ত হওয়ার মুহূর্তটি স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, “আমার মনে হয়েছিল ভূমিকম্প হয়েছে। ঘরের ভেতরেই ছিলাম, হঠাৎ ভয়ঙ্কর শব্দ হলো। পরে বাইরে এসে দেখি বিমান বিধ্বস্ত হয়েছে এবং অনেকের মরদেহ পড়ে আছে।”

বিজেপির বিধায়ক দর্শনা বাঘেলা বলেন, “আমি আমার অফিসে বসে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে বাইরে যাই এবং দেখি বিমানটি ধসে পড়েছে। প্রচুর ধোঁয়া বের হচ্ছিল। পাশের মেডিকেল কলেজের হোস্টেলেরও অনেক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের সহায়তায় অনেকে উদ্ধার কাজ চালিয়েছি।”

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছে আকস্মিকভাবে নিচে নামতে শুরু করে। পাইলট পুনরায় বিমানকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন।

পরে বিমানটি বিমানবন্দরের কাছাকাছি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। এতে ছাত্রাবাসের অন্তত পাঁচ শিক্ষার্থীও নিহত হন।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।

ইএইচ

Link copied!