Amar Sangbad
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫,

মেলার নামে জুয়া বন্ধ করে প্রশংসায় ভাসছে কোনাবাড়ি থানা পুলিশ

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি

মে ২, ২০২৫, ০৫:৪৯ পিএম


মেলার নামে জুয়া বন্ধ করে প্রশংসায় ভাসছে কোনাবাড়ি থানা পুলিশ

গাজীপুর মহানগরের কোনাবাড়ি বাইমাইল এলাকায় হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলার আড়ালে লটারি টিকিটের মাধ্যমে জুয়া পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে মেলার কার্যক্রম বন্ধ করে দিয়েছে কোনাবাড়ি থানা পুলিশ।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযানের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওসিসহ থানার পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

ফেসবুকে মোখলেছুর রহমান নামের একজন লিখেছেন, “ধন্যবাদ কোনাবাড়ি থানা পুলিশকে বাইমাইলের মেলাটি বন্ধ করার জন্য।”

আরেকজন মন্তব্য করেন, “এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

গত ১৮ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বাইমাইল এলাকার সিরামিক মাঠে হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে কোনাবাড়ি থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তবে উদ্বোধনের পর থেকেই মেলায় নিয়মনীতি না মেনে লোভনীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে লটারির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ মেলার কার্যক্রম বন্ধ করে দেয়।

এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলার নামে লটারি টিকিট বিক্রি করে ড্র আয়োজন করা শর্ত পরিপন্থী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আয়োজকরা নির্ধারিত শর্ত মেনে চলেন, তাহলে মেলা চালানো যেতে পারে, অন্যথায় মেলা বন্ধ থাকবে।”

ইএইচ

Link copied!