সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
মে ২, ২০২৫, ০৬:২৮ পিএম
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
মে ২, ২০২৫, ০৬:২৮ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোর্দ্দ আমডহর গ্রামে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নুর মোহাম্মদ সুরজ মাষ্টারের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারীরা ধারালো অস্ত্রে সুসজ্জিত অবস্থায় হামলা চালায়। অস্ত্রধারীদের দেখে স্থানীয় কেউ বাধা দিতে সাহস পাননি।
ঘটনাটি ঘটে গত ৩০ এপ্রিল, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে।
অভিযোগে বলা হয়, একই গ্রামের মৃত নুরুজ্জামান মণ্ডলের ছেলে রুস্তম আলী মণ্ডল তার তিন সন্তানকে সঙ্গে নিয়ে এ হামলা চালান।
ঘটনার পর শিক্ষক নুর মোহাম্মদ সুরুজ বাদী হয়ে রুস্তম আলী মণ্ডলকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, জমি নিয়ে পারিবারিক বিরোধ দীর্ঘদিনের। বাদীর চাচা রুস্তম আলী মণ্ডল পূর্বে নানা অজুহাতে জমি জবরদখলের চেষ্টা করেছেন এবং থানায় একাধিক জিডিও করা হয়েছে। সর্বশেষ বুধবার সকালেই রুস্তম আলী তার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর, গাছ কাটা ও খড়ের গাদায় আগুন দেয়, ফলে প্রাণভয়ে বাদী বাড়ি ছেড়ে পালিয়ে যান।
বাদীর অভিযোগ, রুস্তম আলী একসময় উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন, বর্তমানে অন্য একটি রাজনৈতিক দলের পরিচয়ে পুনরায় অত্যাচার শুরু করেছেন।
এদিকে অভিযুক্ত রুস্তম আলী মণ্ডলের বড় ভাই ইউনুস মণ্ডল জানান, “আমি বিএনপি করি বলে আমাকে ভয়ভীতি দেখিয়ে জমি লিখে নেয়া হয়েছে। আগে যুবলীগের পরিচয় দিত, এখন অন্য দলে যোগ দিয়ে এলাকায় অশান্তি করছে।”
অভিযুক্ত রুস্তম আলী গণমাধ্যমে বলেন, “আমি জমি পেয়েছি, তাই দখল নিতে ঘর ভেঙেছি। অফিস ভাড়াও দিয়েছি।”
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দীন খন্দকার জানান, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ