ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পলাশে পুকুরে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

পলাশ প্রতিনিধি

পলাশ প্রতিনিধি

মে ২, ২০২৫, ০৭:১৪ পিএম

পলাশে পুকুরে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

নরসিংদীর পলাশে একটি পুকুর থেকে হাবিব মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত হাবিব মিয়া ওই গ্রামের আওলাদ মিয়ার ছেলে এবং ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ মে) দুপুরে প্রতিবেশী এক শিশু ইয়াসিনের সঙ্গে পুকুরে গোসল করতে নামে হাবিব। গোসল শেষে ইয়াসিন উঠে এলেও হাবিব আর ওঠেনি। পরদিন সকালে পুকুরে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, হাবিব সাধারণত প্রতি বৃহস্পতিবার নানির বাড়ি বেড়াতে যেত। সম্ভবত সে কারণে পরিবারের কেউ খোঁজ করেনি। অনেকেই বলছেন, হাবিব সাঁতার জানত—এমন একজন কিশোরের এভাবে ডুবে যাওয়া রহস্যজনক।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!