Amar Sangbad
ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫,

গোয়ালন্দে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মে ৩, ২০২৫, ০৭:১০ পিএম


গোয়ালন্দে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদকে (৪৬) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ফরিদুল ইসলাম ফরিদ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের মো. গিয়াস উদ্দিন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের মাধ্যমে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতাকর্মীদের ওপর গুলি ও অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে আন্দোলনকারী কয়েকজন গুরুতর আহত হন। ওই ঘটনায় গত ১০ ডিসেম্বর দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০–৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “বিশেষ অভিযান চালিয়ে ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

ইএইচ

Link copied!