মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মে ৪, ২০২৫, ০৩:১২ পিএম
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মে ৪, ২০২৫, ০৩:১২ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া কলাগাছিয়া গ্রামে ইউপি সদস্য জাফর সিকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা তাকে পিটিয়ে আহত করে, পরিবারের সদস্যদের জিম্মি করে এবং ৮ বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে লুটপাট চালায়।
শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জাফর সিকদার বর্তমান ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাফর সিকদার জানান, রাতে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে তার শিশুসন্তানের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারি ভেঙে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতরা মুখ ঢেকে থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
ইএইচ