Amar Sangbad
ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫,

তাহিরপুরে ইভটিজিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৩

আবু হানিফ, সুনামগঞ্জ

আবু হানিফ, সুনামগঞ্জ

মে ৪, ২০২৫, ০৬:৩৪ পিএম


তাহিরপুরে ইভটিজিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে এএসআই মোফাজ্জল ও এএসআই রাজুসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন—তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের মেহেদী (১৮), তৌশিক মিয়া তৌসিফ (১৮) ও মারুফ (২০)।

তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ইভটিজিংয়ের অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!