Amar Sangbad
ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫,

রাজশাহীতে অলৌকিকভাবে জন্ম নিল দুই মাথার বাছুর

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

মে ৪, ২০২৫, ০৯:০৩ পিএম


রাজশাহীতে অলৌকিকভাবে জন্ম নিল দুই মাথার বাছুর

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুইটি মাথা, তিনটি কান ও চারটি চোখসহ একটি ব্যতিক্রমী গরুর বাছুরের জন্ম হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার আলিপুর নান্দিপাড়া গ্রামের স্বরসতি দেবীর বাড়িতে বাছুরটির জন্ম হয়।

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গাভীর মালিকের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করেন।

গাভীর মালিক জানান, জন্মের পর থেকে বাছুরটি এখনো নিজে থেকে উঠে দাঁড়াতে পারেনি এবং মায়ের দুধও স্বাভাবিকভাবে পান করতে পারছে না।

ঘটনাটি জানার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. জান্নাতুল ফেরদৌস বাছুরটির খোঁজ নিতে ঘটনাস্থলে যান। তিনি জানান, কনজেনিটাল এনোমালিস বা জন্মগত ত্রুটির কারণে এমন অস্বাভাবিক আকৃতির বাছুর জন্ম নিতে পারে। সাধারণত এ ধরনের বাছুর দীর্ঘদিন বেঁচে থাকে না।

তবে বাছুরটির জীবন রক্ষায় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!