দিনাজপুর প্রতিনিধি:
মে ৬, ২০২৫, ০৫:৫১ পিএম
দিনাজপুর প্রতিনিধি:
মে ৬, ২০২৫, ০৫:৫১ পিএম
উত্তরবঙ্গের বটলিফ চা কারখানার স্বত্বাধিকারী ও ব্যবস্থাপকদের জন্য গুণগতমানসম্পন্ন চা উৎপাদনের লক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা ও আলোচনা সভা।
মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন। উপস্থিত ছিলেন চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ.কে.এম. রফিকুল হক, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চা বোর্ড পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনসহ উত্তরবঙ্গের বিভিন্ন বটলিফ চা কারখানার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দিনাজপুর দীর্ঘদিন ধরে ধান, চাল ও লিচুর জন্য বিখ্যাত হলেও এখানকার জলবায়ু ও মাটি চা উৎপাদনের জন্যও অত্যন্ত উপযোগী। তাই স্থানীয় উদ্যোগ, প্রযুক্তিগত সহায়তা এবং গুণগত মান রক্ষার মাধ্যমে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে চা উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে।
তারা আরও বলেন, একযোগে কাজ করলে দিনাজপুর ও আশপাশের অঞ্চল নতুন অর্থনৈতিক দিগন্তে প্রবেশ করবে, যা কর্মসংস্থানসহ সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।
বিআরইউ