Amar Sangbad
ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫,

চউককে ধ্বংসের চেষ্টায় ফ্যাসিস্ট, প্রধান প্রকৌশলীকে আ.লীগ ট্যাগ!

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মে ৬, ২০২৫, ০৯:১৯ পিএম


চউককে ধ্বংসের চেষ্টায় ফ্যাসিস্ট, প্রধান প্রকৌশলীকে আ.লীগ ট্যাগ!

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) ধ্বংসের চেষ্টায় একটি চক্র উঠেপড়ে লেগেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তাধীন  এক মামলার অজুহাতে বিভিন্ন পদের দায়িত্বশীলদের সরাতে চক্রটি একদিন এক একরকম ফাঁদা এঁকে যাচ্ছেন। এতে দিন শেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) এর সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং উন্নয়ন কাজে বাধা আসছে বলে মনে করেন নগরবাসী।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ)এর অনেকের সাথে কথা বলে জানতে পারা যায়, চক্রটি ফ্যাসিস্ট। গত সরকারের সময়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) এর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সিআরবিতে হাসপাতাল করা নিয়ে  বিরোধিতা করেন। তখন থেকে থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) এর ভিতর ও বাইরে আ.লীগের একটি গ্রুপ বিএনপি জামায়াত ট্যাগ দিয়ে সরানো অনেক চেষ্টা করেন তাকে।নগরের এ্যালিট শ্রেণী তাঁর পক্ষে থাকায় ও আইনগত মোকাবিলায় সরাতে পারেননি প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসকে। 

তৎকালীন আ.লীগরা এখন উল্টো তাকে আ.লীগ ট্যাগ দিতে চেষ্টা করছে বলে জানা গেছে। চাকরিজীবীদের মধ্যে সিআরবিতে হাসপাতাল করা নিয়ে সবার আগে বিরোধিতা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিনশামস। সিডিএ‍‍`র অনুমোদন ছাড়া সিআরবিতে কোনো স্থাপনা বা প্রকল্প নির্মাণ করা যাবে না। আর সিআরবি হেরিটেজ জোন হিসেবে চিহ্নিত থাকায় এখানে কোনো বাণিজ্যিক স্থাপনার অনুমোদন দেওয়া যাবে না। একজন সরকারি চাকরিজীবী হওয়ার পরও মিডিয়ায় এভাবে গত সরকারের প্রকল্পের বিরোধিতা  করেন তিনি। এর সূত্র ধরে তাকে তখন থেকে সরানোর জন্য আ.লীগের একটি চক্র চেষ্টা করে আসছেন।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ)এর কয়েকজন দালাল ও কতিপয় কর্মকর্তা যোগসাজশে অবৈধ প্ল্যান ও এনওসি বাণিজ্য করার জন্য প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসকে সরানোর চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।প্রধান প্রকৌশলী একজন অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলী।অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। 

কতিপয় দালাল চক্র ও কয়েক কর্মকর্তার কারণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) এর চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিমের কাজে ব্যাহত  হচ্ছে বলে জানিয়েছেন।অনুসন্ধানে জানা গেছে মন্ত্রণালয়  দালাল সিন্ডিকেটের একজন বিভিন্ন চিঠি চালাচালি ও অভিযোগ দেওয়া নিয়ে থাকেন।এতে মন্ত্রণালয় ও সিডিএ ভবন কর্মকর্তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) ধ্বংস ও প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসকে সরানোর অপচেষ্টায় নেতৃত্বে আছেন গোপালগঞ্জের সেই বিতর্কিত সচিব কাজী ওয়াছি উদ্দিন। যিনি ফ্যাসিস্ট সরকারকে পূর্বাঞ্চল থেকে ৬০ কাটা প্লট বরাদ্দ দিয়ে পুরস্কৃত হয়েছিলেন।

উপরোক্ত বিষয়ে জানতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।

আরএস

Link copied!