কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
মে ৭, ২০২৫, ০১:৫৩ পিএম
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
মে ৭, ২০২৫, ০১:৫৩ পিএম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকরাইল গ্রামের চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার ২ নম্বর আসামি ইব্রাহিম (৩৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দিনভর অভিযান চালিয়ে টাঙ্গাইলের বাসাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত ইব্রাহিমকে বুধবার আদালতে পাঠানো হবে।
মামলার মাত্র ১৫ ঘণ্টার মধ্যে পুলিশ এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশে কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, ওসি আবুল কালাম ভূঁইয়া, এসআই মিজানুর রহমান ও এসআই মিন্টু ঘোষের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।
এর আগে, সোমবার (৫ মে) কালিহাতী উপজেলার রামপুর কোকরাইল গ্রামে পূর্বপরিকল্পিতভাবে মাদকাসক্ত ও একাধিক মামলার আসামি রায়হান (২৮)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদল মিয়া বাদী হয়ে ইব্রাহিম, জনি, রুবেলসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, “মামলার ২ নম্বর আসামি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এই হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন।
বিআরইউ