জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
মে ৭, ২০২৫, ০২:৫৮ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
মে ৭, ২০২৫, ০২:৫৮ পিএম
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সীমান্ত পথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বিজিবির পলাশপুর জোনের একটি টহল দল মাটিরাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাজীনগর আলুটিলা এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন সুবে. মো. আবদুর রাজ্জাক।
বিজিবি জানায়, চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে সিগারেটগুলো সমতল জেলায় পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থলে ফেলে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪,৪২০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
জব্দকৃত সিগারেটগুলোর মধ্যে রয়েছে— পেট্রোন ২,৭১০ প্যাকেট, অরিস (ব্রাউন) ১,৩৬০ প্যাকেট, অরিস (ব্ল্যাক) ১০০ প্যাকেট, মোন্ড আপেল ১০০ প্যাকেট, মোন্ড সিলভার ১০০ প্যাকেট ও ইজি লাইট ৫০ প্যাকেট।
জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা। সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৪০ বিজিবির পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম, পিএসসি (ইঞ্জিনিয়ার্স) বলেন, “শুল্ক ফাঁকি দিয়ে কোনো ধরনের পণ্য চোরাচালান বা বাজারজাতকরণ হতে দেওয়া হবে না। সীমান্তে অবৈধ কার্যক্রম রোধে বিজিবির অভিযান চলমান থাকবে এবং বিজিবি সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।”
ইএইচ