Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

ব্রাহ্মণবাড়িয়ায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

মে ৭, ২০২৫, ০৩:১৭ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী মন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৮২ লাখ ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (৭ মে) বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মন্দবাগ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এতে ১ লাখ ১৮ হাজার ২৩০ পিস ভারতীয় বাঁজি, ভারতীয় নেহা মেহেদি, ‘গোল্ড ব্লিচি’ ক্রিম ও ‘হার্ডন ব্লু’ ক্যাপসুলসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বিজিবির দাবি, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চোরাচালানবিরোধী এ ধরনের সফল অভিযান স্থানীয়দের মধ্যে সন্তোষ ও আশাবাদের সৃষ্টি করেছে।

বিআরইউ

Link copied!