Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

ঝালকাঠি বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মে ৭, ২০২৫, ০৭:৩৮ পিএম


ঝালকাঠি বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

ঝালকাঠিতে গ্রাহক হয়রানি, দালাল চক্রের সক্রিয়তা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুদকের অনুসন্ধানী দল বিআরটিএ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট নথিপত্র তল্লাশি করেন। এ সময় লাইসেন্স ইস্যু, ফিটনেস সনদ প্রদানসহ একাধিক সেবাখাতে বেশ কিছু অনিয়ম ও অসঙ্গতি শনাক্ত করা হয়।

দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানান, “অভিযানের সময় বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এগুলো সংশোধনের আশ্বাস দিয়েছেন।"

দুদকের এই অভিযান চলমান দুর্নীতিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
ইএইচ

Link copied!