পূর্বাচল প্রতিনিধি
মে ৮, ২০২৫, ০৬:২৭ পিএম
পূর্বাচল প্রতিনিধি
মে ৮, ২০২৫, ০৬:২৭ পিএম
পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতায় অন্তর্ভুক্ত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।
সম্প্রতি পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ সেপ্টেম্বর ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্প এলাকায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা ওয়াসাকে পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আনার সুপারিশ গৃহীত হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নতুন সিটি কর্পোরেশন গঠন সময়সাপেক্ষ হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ডিএনসিসির অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, পূর্বাচল নিউ টাউন সোসাইটি ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আসার আবেদন করেছে। পাশাপাশি প্রকল্প এলাকাকে বসবাসযোগ্য করে তুলতে পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার পরিচ্ছন্নতা, বৈদ্যুতিক লাইট স্থাপন ও রক্ষণাবেক্ষণ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদানসহ সকল নাগরিক সেবা নিশ্চিত করতে প্রকল্প এলাকাকে ডিএনসিসির অধিভুক্ত করা জরুরি।
এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আরেকটি চিঠিতে পূর্বাচল এলাকার নিরাপত্তা জোরদারে ৪টি থানা, ৬টি পুলিশ ফাঁড়ি ও ৪১টি পুলিশ বক্স স্থাপন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।
ইএইচ