গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মে ৯, ২০২৫, ০৫:৫৬ পিএম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মে ৯, ২০২৫, ০৫:৫৬ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র শেখ মো. নিজামের মালিকানাধীন অবৈধ বালু ও মাটি উত্তোলনের স্থানে এবং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ১০টি ড্রাম ট্রাক আটক এবং ৪টি ড্রেজিং মেশিনের পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন ধরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুল রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, শেখ মো. নিজাম উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে আবাদি জমিতে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, তিনি রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন ফোরামে প্রতিবাদ জানিয়ে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেখ নিজামের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ পেয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সরকার পরিবর্তনের পরও শেখ নিজামের মাটি উত্তোলনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হয়নি।
প্রশাসনের এই অভিযানে শেখ নিজামের নিয়ন্ত্রণাধীন এলাকায় ৫টি মাটি ভর্তি ড্রাম ট্রাক ও ৩টি ড্রেজিং মেশিনের পাইপ ধ্বংস করা হয়। এছাড়া উপজেলার অন্যান্য এলাকা থেকে আরও ৫টি বালুবাহী ট্রাক আটক এবং একটি ড্রেজিং মেশিনের পাইপ ধ্বংস করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুল রহমান বলেন, “কোনো অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি বা নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণভাবে অবৈধ। জনস্বার্থে এসব অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, “আটককৃত ট্রাকগুলোর চালকরা পলাতক রয়েছে। মালিকদের শনাক্ত করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে তারা মনে করেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একটি নিরপেক্ষ তদন্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।
ইএইচ