ইব্রাহীম, বাঘাইছড়ি
মে ১০, ২০২৫, ০৪:১৬ পিএম
ইব্রাহীম, বাঘাইছড়ি
মে ১০, ২০২৫, ০৪:১৬ পিএম
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে ধারণ করে সারাদেশের মতো রাঙামাটির বাঘাইছড়িতেও উদযাপন করা হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মীর কামাল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের পরিচালক আব্দুল হালিম, এবং মাহিল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ভিত্তিক আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিতরণ করা হয়।
ইএইচ