ভেড়ামারা প্রতিনিধি
মে ১০, ২০২৫, ০৭:৩০ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় রেজাউল আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মিতালী ক্লাবের আয়োজনে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই তীব্র তাপদাহেও ছেলেরা খেলাধুলায় অংশ নিচ্ছে—এটাই বড় প্রেরণার বিষয়। খেলোয়াড়দের উৎসাহ দিতে আমি নিজে খেলা দেখতে এসেছি। মাদক আজ সারাদেশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মন দুটোই সুস্থ রাখে। খেলাধুলার বিকাশে যা যা প্রয়োজন, আমি তা করব। আমি খেলাধুলাকে ভালোবাসি এবং সবসময় তোমাদের পাশে আছি ও থাকব।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি, শাহাজান আলী, সদস্য সচিব, ভেড়ামারা উপজেলা বিএনপি ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, রব্বানী সদস্য সচিব, মিরপুর উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা আবু দাউদ, আহ্বায়ক, পৌর বিএনপি, জানবার হোসেন, যুগ্ম আহ্বায়ক ভেড়ামারা উপজেলা বিএনপি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
শামীম রেজা ও সৌরভ হাসান রিঙ্কু অনুষ্ঠান পরিচালনা।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে জিয়া স্মৃতি স্পোর্টিং ক্লাব এবং দুর্জয় এলিফ্যান্ট ক্লাব।
ফাইনালে দুর্জয় এলিফ্যান্ট ক্লাব ৬ উইকেটে ১২৪ রান করে জয় লাভ করে এবং চ্যাম্পিয়ন হয়। রানার-আপ হয় জিয়া স্মৃতি স্পোর্টিং ক্লাব।
ইএইচ