Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: আখাউড়ায় এনসিপির আনন্দ মিছিল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

মে ১১, ২০২৫, ০১:৫৩ পিএম


আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: আখাউড়ায় এনসিপির আনন্দ মিছিল

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সমর্থকেরা। মিছিল শেষে রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত এক সমাবেশ, যেখানে বক্তারা আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন মো. জমসেদ ভূঁইয়া, আসিফ নেওয়াজ, রুবায়েদ খান, শুভ চৌধুরী, ফারহান সাকিব, সাদমান ফারুকী ও সৈকত আহমেদ প্রমুখ।

সমাবেশে মো. জমসেদ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্রকে পায়ের নিচে রেখেছে আওয়ামী লীগ। জনগণের অধিকার কেড়ে নেওয়া, নির্বাচনে কারচুপি এবং বিরোধী মত দমনে এই দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়া স্বাভাবিক সিদ্ধান্ত, তবে তাদের দলীয় অস্তিত্ব নিষিদ্ধ করলেই প্রকৃত স্বস্তি মিলবে।

আসিফ নেওয়াজ বলেন, আমরা চাই, এই সিদ্ধান্ত যেন স্থায়ী হয় এবং আওয়ামী লীগের দমনমূলক রাজনীতির চিরস্থায়ী অবসান ঘটে। দেশের জনগণ শান্তি ও স্বচ্ছ রাজনীতি চায়।

রুবায়েদ খান বলেন, দলীয় শাসনের নামে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, তাদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে না দিলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়, এবং তারা এই সিদ্ধান্তে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিআরইউ

Link copied!