Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

পিরোজপুরে জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

মে ১১, ২০২৫, ০৮:১৫ পিএম


পিরোজপুরে জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

শনিবার আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সভা কক্ষে ২দিন ব্যাপী পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে  ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড: মোয়াজ্জেম হোসাইন হেলাল, 
আর ও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর  মাওলানা সিদ্দিকুর রহমান, 

প্রধান অতিথি এ্যাড: মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, ৫৩ বছর   যারা ক্ষমতায় বিভিন্ন পর্যায়ে থেকেছে দেশের জনগণ তাদের থেকে বিকল্প সরকার খুঁজছে,
 যারা সৎ, যোগ্য, নিষ্ঠাবান, নির্লোভ যারা মানুষের কল্যাণে কাজ করবেন, সেই দলই বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৫ বছরে জামায়াতে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। অনেক ধৈর্য, সহনশীলতা, ত্যাগ,  শাহাদাত, জেল জুলুমের পরেও আল্লাহর দিনের এই কর্মীরা আল্লাহর ওপর ভরসা রেখে দেশের কাজ করে যাচ্ছেন।’

এ সময় তিনি  আরও বলেন, দেশের জনগণ এই ধরনের লোকদের আগামী দিনে দেশ পরিচালনায় দেখতে চান। সেই সংগঠন দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত মানুষের কল্যাণে কাজ করে। জামায়াত জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের কল্যাণের জন্য ভূমিকা রাখে।’

আরএস

Link copied!