Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

হজে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে সাবেক চেয়ারম্যান আটক

সোনারগাঁও প্রতিনিধি

সোনারগাঁও প্রতিনিধি

মে ১২, ২০২৫, ১২:৫০ পিএম


হজে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে সাবেক চেয়ারম্যান আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমরান।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র ও সাধারণ জনগণের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!