ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ভেড়ামারায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

মে ১৫, ২০২৫, ০৪:৩৩ পিএম

ভেড়ামারায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ভেড়ামারা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি পারভীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস।

এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, ভেড়ামারা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় ভেড়ামারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক অপরাধ এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন।

সভায় ইউএনও রফিকুল ইসলাম বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সকলে মিলে কাজ করলেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।"

ইএইচ

Link copied!