ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

চাঁদা না দেয়ায় গাভি আটক, বাছুর নিয়ে আদালতে গৃহবধূ! 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৬:২৮ পিএম

চাঁদা না দেয়ায় গাভি আটক, বাছুর নিয়ে আদালতে গৃহবধূ! 

বিশ হাজার টাকা চাঁদা না দেয়ায় গাভি নিয়ে আটকে রেখেছেন এক নেতা। কয়েকজনের কাছে বলেও কোন প্রতিকার না পাওয়ায় বাছুর কোলে নিয়ে আদালতে হাজির হয়েছেন গৃহবধূ। স্বামী পরিত্যক্তা ওই নারী বৃহস্পতিবার বিচার চাইতে আদালতে গেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মামলা না হওয়ায় স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরকে দুগ্ধ পান করানোর শর্তে ফিরে যান তিনি। রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের নারগিস আক্তার এ অভিযোগ করেন।

স্থানীয়রা জানান, তার স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকাছাড়া। স্ত্রী ও শিশু সন্তানকে যোগাযোগ না রেখে কোন ধরনের খরচ বহন করছেন না আবুবকর।

গৃহবধূ নারগিস আক্তার জানান, গত কয়েক মাস ধরে স্বামী তার খোঁজ খবরও রাখছেন না। গার্মেন্টসে চাকরি করে তিল তিল করে কিছু অর্থ জমিয়ে সম্প্রতি একটি দুধের গাভি কিনেছেন নারগিস। তার এক মাসের একটি বাছুরও আছে।

কিন্তু নারগিসের স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা অজুহাত দেখিয়ে চাঁদা দাবি করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান বুধবার সকালে দুধের গরুটি নিয়ে যায়।

মা গরুটিকে নিয়ে যাওয়ায় দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বসে বোতলে করেই বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায় নারগিসকে।

অভিযুক্ত মো. বেলাল খান বলেন, ‘৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দিই; যা এখন সুদে-আসলে ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা না দেয়ার কারণে আমি গরু নিয়েছি।’

তবে এ ঘটনায় আদালতে কোন মামলা হয়নি। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরটিকে মা গরুর দুধ খাওয়ানোর জন্য শর্তে ফিরে এবং দুধ খাওয়ানোর জন্য বেলাল খানের বাড়িতে রওনা হন গৃহবধূ নারগিস।

শুক্তাগড় ইউপি সদস্য নুর আলম মল্লিক জানান, নারগিস ও বেলালের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আরএস

Link copied!