Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫,

কালীগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতি কাজল, সম্পাদক হায়দার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৮:০১ পিএম


কালীগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতি কাজল, সম্পাদক হায়দার

গাজীপুরের কালীগঞ্জে দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক পদে মো. হায়দার আলী শেখ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মো. নুরুল ইসলাম। নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক (বাচ্চু), মো. জাকির হোসেন খন্দকার ও মো. আমিনুল ইসলাম।

নির্বাচনে ১০০ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিকাল ৫টায় নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম কাজল ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নিজাম উদ্দিন পেয়েছেন ৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. হায়দার আলী শেখ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার দুই প্রতিদ্বন্দ্বী সাব্বির আহমেদ সামাউন ও মো. মাহবুব আলম উভয়ে ৩২টি করে ভোট পান।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি, মোনায়েম খান মোমেন, কোষাধ্যক্ষ আবু তাহের, দপ্তর সম্পাদক কামরুজ্জামান লিটন, কার্যনির্বাহী সদস্য মোতাছিম বিল্লাহ নয়ন, মিজানুর রহমান ও হাবিব রানা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন— যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক মুনসুর আলম শেখ। 

উপজেলা সাব-রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান জানান, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ইএইচ

Link copied!