ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সাবেক ছাত্র নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে তোপের মুখে পুলিশ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ১৬, ২০২৫, ০৭:২১ পিএম

সাবেক ছাত্র নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে তোপের মুখে পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও নিষিদ্ধ সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে পুলিশ। 

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর ভুঁইয়া পাড়া জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে অবস্থান করছিলেন আলাউদ্দিন। এ সময় গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই আখতার হোসেন ও এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে সাদা পোশাকধারী একটি টিম মসজিদের বাইরে অপেক্ষা করছিলেন তাকে গ্রেপ্তারের জন্য। 

খবর পেয়ে মুসল্লিরা বাইরে এসে পুলিশের কাছে আলাউদ্দিনের নামে মামলা কিংবা গ্রেপ্তারের কারণ জানতে চান। কিন্তু পুলিশ কোনো সদুত্তর দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।

স্থানীয়দের ঘেরাওয়ের মুখে পড়ে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হয়। এরই মধ্যে পুলিশ অবরুদ্ধের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার বিষয়ে সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) মেহেদি ইসলাম জানান, কোনো অভিযানে সাদা পোশাকধারীদের সঙ্গে কমপক্ষে একজন পোশাকধারী পুলিশ থাকা বাধ্যতামূলক। মানিকপুরে পুলিশি অভিযানের বিষয়ে তদন্ত চলছে।

এএসআই আমিনুল ইসলাম বলেন, “আমরা মূলত একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়েছিলাম। আলাউদ্দিনকে গ্রেপ্তার করতে যাইনি। পোশাক পরলে আসামি পালিয়ে যেতে পারে, তাই সবাই সাদা পোশাকে গিয়েছিলাম।”

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে নতুন কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

ইএইচ

Link copied!