Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশ

রাউজান প্রতিনিধি

রাউজান প্রতিনিধি

মে ১৬, ২০২৫, ০৭:৪১ পিএম


রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশ

চট্টগ্রামের রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরাসরি মাঠে নেমেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম বার। 

তার নেতৃত্বে কিশোর গ্যাং রোধ, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং অপরাধ দমনে টহল ও অভিযান জোরদার করা হয়েছে।

শুক্রবার বিকালে পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ পুলিশি টিম রাউজানে টহল কার্যক্রম পরিচালনা করে। 

জানা গেছে, এসপি সাইফুল ইসলাম এবং রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের গাড়িবহর রাউজান থানা থেকে বের হয়ে জলিল নগর, কদলপুর এবং রাউজান সদর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালায়।

স্থানীয়রা পুলিশি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে জনমনে সাহস ও পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে। যদিও অনেক অপরাধী গা ঢাকা দিয়েছে, তবুও পুলিশ সুপারের ধারাবাহিক টহল কার্যক্রমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান তারা।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা নিরলসভাবে কাজ করছি। প্রতিদিন দিনরাত সমান তালে টহল ও অভিযান চালানো হচ্ছে। রাউজানের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে অভিযান চালানো হচ্ছে। কোনো অপরাধীই ছাড় পাবে না।”

তিনি আরও জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়া এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “যেসব এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে, সেসব এলাকা চিহ্নিত করে সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

ইএইচ

Link copied!