ভেড়ামারা প্রতিনিধি
মে ১৭, ২০২৫, ০৫:২৫ পিএম
ভেড়ামারা প্রতিনিধি
মে ১৭, ২০২৫, ০৫:২৫ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
“পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, ভেড়ামারা।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালায় ভেড়ামারা উপজেলার ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ। আরও উপস্থিত ছিলেন বিএডিসি কুষ্টিয়ার পাটবীজ সহকারী পরিচালক আবু বকর খান, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, ডিএই খামারবাড়ী কুষ্টিয়ার উপপরিচালক রফিকুজ্জামান এবং ভেড়ামারা পাট অধিদপ্তরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নীলাম্বর।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে পাট চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত বীজ নির্বাচন ও উৎপাদন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইএইচ