Amar Sangbad
ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫,

জয়পুরহাটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

মে ১৭, ২০২৫, ০৬:১২ পিএম


জয়পুরহাটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় এবং জেলা ক্রীড়া অফিস, জয়পুরহাটের তত্ত্বাবধানে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জয়পুরহাট শহরের শহীদ জিয়া কলেজ মাঠে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ সওদাগর সালাউদ্দিন হিরো, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।

প্রশিক্ষণে ৭০ জন অংশগ্রহণকারী থেকে ৪০ জনকে বাছাই করে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ দেওয়া হবে। একই অনুষ্ঠানে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশ নেওয়া ৪০ জন খেলোয়াড়কে সনদপত্র প্রদান করা হয়।

ইএইচ

Link copied!