Amar Sangbad
ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫,

নাসিরনগরে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান, গ্রেপ্তার ৩

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মে ১৮, ২০২৫, ০৬:২১ পিএম


নাসিরনগরে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান, গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামে গভীর রাতে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে রোকেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—হত্যা মামলার প্রধান আসামি বদরুল মিয়া, মাফিয়া বেগম ও গিয়াস উদ্দিন। তাদেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল ধরমণ্ডল গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন রোকেয়া বেগম (৬০), তিনি মৃত রইছ আলীর স্ত্রী। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের সদস্য বর্ষা (ছদ্মনাম) তার ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. সেলিম মিয়া বাদী হয়ে ৯ এপ্রিল নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল। সর্বশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা মামলার অগ্রগতিতে উল্লেখযোগ্য সাফল্য বলে জানিয়েছে পুলিশ।

ইএইচ

Link copied!