Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

দুর্গাপুরে স্কুল কক্ষ থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

মে ১৮, ২০২৫, ০৭:৩৫ পিএম


দুর্গাপুরে স্কুল কক্ষ থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে মোজাফফর হোসেন (৫৫) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল ৭টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তার মরদেহ পাওয়া যায়। মৃত মোজাফফর হোসেন উপজেলার সুখানদিঘী গ্রামের মৃত ওহির উদ্দিনের ছেলে।

নৈশপ্রহরীর বড় ছেলে নাইম হাসান জানান, তার বাবা প্রায় ২৪ বছর ধরে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাতের বৃষ্টির কারণে তারা ধারণা করেন, মোজাফফর হোসেন হয়তো বাজারেই রাতের খাবার খেয়ে নিয়েছেন।

রোববার সকালে মোজাফফরের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। পরে স্কুলে গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পিয়নকে ডেকে শ্রেণিকক্ষের দরজা খোলা হয়। এরপর ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

নাইম আরও জানান, তার বাবা আগে একবার স্ট্রোক করেছিলেন এবং বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, “লাশ উদ্ধারের সময় মরদেহের পাশেই একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তার মুখ ও নাক থেকে ফেনা বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।”

মৃতের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।

 ইএইচ

Link copied!