Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

বাহুবলে মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ২

বাহুবল প্রতিনিধি

বাহুবল প্রতিনিধি

মে ১৯, ২০২৫, ০২:২২ পিএম


বাহুবলে মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ২

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের মহিষদুলং এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে একজন ট্রাক চালক মো. সোহেল মিয়া। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মহিষদুলং এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক চালক সোহেল মিয়া সম্ভপুর থেকে বাহুবল যাচ্ছিলেন। মহিষদুলং এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হবিগঞ্জ থেকে আসা একটি বিরতিহীন বাসের সঙ্গে তার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে পড়ে যায়।

পথচারীরা দ্রুত ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় সোহেল মিয়াকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আধা ঘণ্টা বন্ধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম এবং পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান এবং যানচলাচল স্বাভাবিক করেন।

ইএইচ

Link copied!