আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মে ১৯, ২০২৫, ০৩:১৫ পিএম
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মে ১৯, ২০২৫, ০৩:১৫ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
সোমবার সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ঘটনার সময় শিশুটিকে সাথে নিয়ে তার মা নদীর পাড়ে কাপড় শুকাতে দিতে যায়। সেখানে শিশুটিকে রেখে কিছুক্ষণের জন্য তার মা বাড়িতে চলে যায়। এই সুযোগে একই এলাকার মহিউদ্দিনের ছেলে নাহিদ (১৮) শিশুটিকে টেনে নদীর পানিতে নিয়ে গিয়ে গভীর পানিতে নামিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এরই মধ্যে শিশুটির মা পুনরায় নদীর পাড়ে গিয়ে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন নিয়ে খোঁজা খূঁজি করে মেঘনার গভীর পানিতে নাহিদ কর্তৃক ধর্ষণ চেষ্টারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করায়। এ ব্যাপারে দর্ষণ চেষ্টার শিকার শিশুটির পিতা বাদী হয়ে সোমবার সকালে মামলাটি দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো. সাইফুদ্দিন জানান, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
ইএইচ