Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

গুরুদাসপুরে নতুন পৌর ভবনের সংস্কার কাজের উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

মে ১৯, ২০২৫, ০৩:২২ পিএম


গুরুদাসপুরে নতুন পৌর ভবনের সংস্কার কাজের উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে দীর্ঘ একযুগ ধরে অব্যবহৃত থাকা নতুন পৌর ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। 

সোমবার সকাল ১১টার দিকে ভবনটি পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। 
পৌরসভা সূত্রে জানা গেছে, বহু বছর আগে ভবনটির নির্মাণ কাজ শুরু হলেও তা সম্পন্ন হয়নি। পাঁচতলা ভিত্তির ওপর নির্মিত ভবনটির তিনতলা পর্যন্ত কাঠামো থাকলেও এটি দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে ছিল। বর্তমান প্রশাসক দায়িত্ব গ্রহণের পর ভবনটি কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার বাজেটে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কার কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। লক্ষ্য হলো ভবনের তিনতলা পর্যন্ত পুরোপুরি ব্যবহারযোগ্য করে তোলা।

একই দিন ইউএনও ফাহমিদা আফরোজ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দে অন্তর্ভুক্ত আরও ৮টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পাশাপাশি পৌরসভার প্রস্তাবিত ৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১৪ কোটি টাকার উন্নয়ন কাজ শিগগিরই শুরু হবে। এই প্রকল্পের মধ্যে রয়েছে জিয়া খালের উন্নয়ন, কার্পেটিং রাস্তা নির্মাণসহ নানা গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, এলজিইডির প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. রাসেল প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন ধরে অচলাবস্থায় থাকা ভবনটির সংস্কার শুরু হওয়ায় পৌরসভার সার্বিক উন্নয়ন, সৌন্দর্যবৃদ্ধি এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে। তারা পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইএইচ

Link copied!