Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

ভেড়ামারায় জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিলেন ওসি

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

মে ১৯, ২০২৫, ০৩:৩৬ পিএম


ভেড়ামারায় জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিলেন ওসি

কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ‘জাপানির পুল’ এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছিল রমরমা জুয়ার আসর। রাজনৈতিক প্রভাবকে পুঁজি করে দাপটের সঙ্গে পরিচালিত এই আসরে প্রতিদিনই লক্ষাধিক টাকার জুয়া খেলায় সর্বস্বান্ত হচ্ছিল সাধারণ মানুষ।

রোববার রাতে জুয়ার আসরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহীদুল ইসলাম। ওই রাতেই তিনি একটি চৌকস টিম নিয়ে জুয়ার আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে সেটি গুঁড়িয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জাপানির পুল’ ক্যানালের পশ্চিম পাড়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছিলেন স্থানীয় উজ্জ্বল হোসেন। প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত চলত এই জুয়া খেলা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বড় মাচার উপর প্রায় ১৫ জন ব্যক্তি জুয়ার বোর্ডে টাকা ও কার্ড নিয়ে খেলায় মত্ত। পুলিশি অভিযানের খবর পেয়ে তারা সবাই দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই মাচাটি গুড়িয়ে দেয়।

ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম বলেন, “জুয়ার আসরের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান স্যারের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। অভিযানের সময় জুয়ারুরা পালিয়ে গেলেও আস্তানাটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। জুয়া বা অন্য কোনো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!