Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫,

সাদুল্লাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত বাবা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

মে ২০, ২০২৫, ০১:২৮ পিএম


সাদুল্লাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত বাবা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামে বজ্রপাতে লিমন মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বাবা হবি মিয়া।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে সাতটার দিকে তাজনগর গ্রামের কৃষিজমিতে এ ঘটনা ঘটে।

নিহত লিমন ওই গ্রামের কৃষক হবি মিয়ার ছেলে। সম্প্রতি তাঁর বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লিমন ও তাঁর বাবা হবি মিয়া বরবটি তুলতে জমিতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুজনেই পাশের সেচমেশিন ঘরে আশ্রয় নেন। হবি মিয়া ঘরের ভেতরে ছিলেন আর লিমন দাঁড়িয়ে ছিলেন দরজার কাছে। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই লিমন মারা যান এবং তাঁর বাবা আহত হন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী অনিক ইসলাম বলেন, ‘নিহতের বিষয়টি জানার পর জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরইউ

Link copied!