ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

১৭ বস্তা ওএমএসের চালসহ আ. লীগ নেতা আটক

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

মে ২০, ২০২৫, ০৫:২১ পিএম

১৭ বস্তা ওএমএসের চালসহ আ. লীগ নেতা আটক

ওএমএসের (ওপেন মার্কেট সেল) ১৭ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ মে) দুপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোনারপাড়া খাদ্য গুদাম থেকে প্রায় ১ হাজার কেজি ওএমএস চাল উত্তোলন করেন আফজাল হোসেন। পরে তিনি বোনারপাড়ার কলেজ মোড় এলাকায় গিয়ে চালের বস্তা পরিবর্তন করে সেগুলো বাজারে বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পেরে লোকজন তাকে ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চালসহ তাকে আটক করে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম জানান, “আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রক্রিয়াধীন রয়েছে মামলা দায়ের।”

এ বিষয়ে সাঘাটা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, “সরকারি নীতিমালার বাইরে গিয়ে চাল বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, আফজাল হোসেন দীর্ঘদিন ধরেই ডিলার হিসেবে চাল বিতরণের দায়িত্বে থাকলেও, মাঝে মধ্যেই চাল গায়েব হয়ে যেত। তবে এটাই প্রথমবার নয়—তার বিরুদ্ধে আগেও অনিয়মের অভিযোগ উঠেছে বলে জানান একাধিক বাসিন্দা।

এদিকে অভিযুক্ত আফজাল হোসেনের রাজনৈতিক পরিচয় সামনে আসায় ঘটনা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে। তবে উপজেলা আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির মতো ঘটনা দেশের নানা প্রান্তে বারবার ঘটলেও, এবার জনতার সক্রিয়তায় সোজাসুজি ধরা পড়লেন একজন ক্ষমতাসীন দলের নেতা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ এবং সচেতনতা—দুই-ই বেড়েছে।

বিআরইউ

Link copied!