আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মে ২২, ২০২৫, ০৬:০১ পিএম
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মে ২২, ২০২৫, ০৬:০১ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ঘরের ভেতর জমে থাকা গ্যাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ৪ শ্রমিক। বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ চারজনেরই শরীরের বড় অংশ পুড়ে গেছে। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খানপাড়ার একটি ভাড়া বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস জমে ছিল। সকাল ৬টার দিকে কেউ একটি বৈদ্যুতিক সুইচ বা আগুন ধরানোর মুহূর্তে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।
দগ্ধ চারজনই স্থানীয় একটি মিলের শ্রমিক এবং বিভিন্ন জেলার বাসিন্দা। তারা হলেন—
১. কামরুল (৩৫) — বাগেরহাট, মোড়েলগঞ্জ
২. আতিকুর রহমান (২৪) — টাঙ্গাইল, মধুপুর
৩. মো. আফ্রিদি (২৫) — বরিশাল, মুলাদী
৪. হাবিবুর রহমান সোহাগ (৩২) — সিরাজগঞ্জ, রায়গঞ্জ।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। দরজা ভেঙে আগুনের মধ্যে থেকে চারজনকে টেনে বের করেন প্রতিবেশীরা। পরে তাঁদের দ্রুত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দগ্ধদের শরীরের বেশিরভাগ অংশই ঝলসে গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস জমেছিল। রান্না শুরু করতেই আগুন ধরে যায়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
ঢামেক সূত্র জানায়, দগ্ধ চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটের এক চিকিৎসক বলেন, ‘তাদের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
বিআরইউ