Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

মামার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২৩, ২০২৫, ০৫:৫৬ পিএম


মামার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় ৫ বছর বয়সী সওয়াদ আল সাফওয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সাফওয়ান বাবা-মায়ের সঙ্গে তার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অটোগাড়ি থেকে নামার পর তার বাবা ভাড়া দেওয়ার সময় সাফওয়ান রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে গেলে ট্রাকচাপা দেয়।

আহত শিশুকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনাকলীন ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!