Amar Sangbad
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫,

রয়েল জেলা ব্যবসায়ীদের সঙ্গে জিএমপি কমিশনারের মতবিনিময় সভা 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ২৪, ২০২৫, ০৬:৩৬ পিএম


রয়েল জেলা ব্যবসায়ীদের সঙ্গে জিএমপি কমিশনারের মতবিনিময় সভা 

গাজীপুরস্থ বৃহত্তর রয়েল জেলা (চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ) ব্যবসায়ী উন্নয়ন ফোরাম কমিটি সদস্যদের পক্ষ থেকে গাজীপুর  মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান  এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান কে ফুলেল শুভেচ্ছা জানান।

আজ শনিবার (২৪ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, ব্যবসায়ীদের ঐক্যের প্রয়োজন। ব্যবসায়ীরা এক থাকলে সমাজ ও ব্যবসা এগিয়ে যাবে। গাজীপুরে কোনো চাঁদাবাজি চলবে না। গাজীপুরে ব্যবসায়ীদের কাছে কেউ যদি চাঁদা দাবি করে তাহলে আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। প্রয়োজনে আমাদেরকে জানাবেন। সকলের সহযোগিতায় গাজীপুরকে চাঁদাবাজ মুক্ত করা হবে। 

তিনি আরও বলেন, চাঁদা ও মাদকের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্সে কাজ করছে। যারা মাদক ও চাঁদাবাজের সাথে জড়িত তাদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব। 

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো রবিউল ইসলাম।

আরএস

Link copied!