ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad
আহসান হাবীব লিংকন

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

মে ২৪, ২০২৫, ০৭:১১ পিএম

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পার্টি (কাজী জাফর) মোকারিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার বিকেল ৪টায় গোলাপনগর মুকুল ক্লাব মাঠে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় অংশগ্রহণ করেন অসংখ্য নেতাকর্মী ও এলাকাবাসী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব  কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব লিংকন। 

তিনি বলেন, “যদি তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তাহলে তিনি সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবেন। গত ৯ মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিডিয়ার সামনে যেভাবে বক্তব্য দিয়েছেন, তা তার শত্রুরাও ভুল ধরতে পারেনি। তার কাছে দলের নেতাকর্মীদের চাইতে দেশের জনগণের সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিএনপির নেতাকর্মীরা অন্যায় করলে তার চোখে পানি এসে পড়লেও দল থেকে তাদের বহিষ্কার করতে তিনি কখনো পিছপা হননি।”

লিংকন আরও বলেন, “আসন্ন নির্বাচনে তারেক রহমানকে কুষ্টিয়া দুই আসনে ধানের শীষ প্রতীক দেওয়া হবে, আমি তার পেছনে হকারের মতো কাজ করব। আমরা ক্ষমতা লোভে রাজনীতি করি না, আমরা দেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমানকে ক্ষমতায় আনার জন্য রাজনীতি করছি।”

তিনি সমালোচনা করে বলেন, “ড. মুহাম্মদ ইউনুস একজন সম্মানীয় ব্যক্তি হলেও দেশের পরিচালনায় তিনি ব্যর্থ হয়েছেন। ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। সরকার যেন নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেয়, ভোটের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে। ভোট নিয়ে দেরি না করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।”

লিংকন বলেন, “শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে অহংকার করে যেভাবে কথা বলেছিলেন, আল্লাহ তাঁর বিচার করেছেন। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, এর চাইতে মরা ভালো ছিলো। অনেকেই রাজনীতি করে আলিশান গাড়ি, বাড়ি ও জমি করেছে, কিন্তু আমি আমার বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি। আমি লিংকন আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর হাফিজ লালু সভাপতি কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি (কাজী জাফর), আজমত হোসেন মনি সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি (কাজী জাফর), এম. এ. আলম চাঁদ সভাপতি ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর), খন্দকার রেজাউনুর রহমান অঞ্জন, সাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর), মোজাম্মেল হক জোয়াদ্দার সভাপতি মিরপুর উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর), সাহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক, মিরপুর উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর)।

ইএইচ

Link copied!